ওভাল টেস্টে ভারতকে ৬ রানের জয় এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন মোহাম্মদ সিরাজ। ম্যাচ জয়ী পারফরম্যান্সের পর এবার আরো একটি সুখবর পেলেন এই ডানহাতি পেসার। আইসিসি প্রকাশিত সাপ্তাহিক টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন সিরাজ।
ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট খেলেছেন মোহাম্মদ সিরাজ। ৯ ইনিংসে বল ছুড়েছেন সব মিলিয়ে ১৮৫.৩ ওভার। তার মানে যেটা দাঁড়াল, সেটি হলোÑইংল্যান্ড সিরিজে এক হাজার ১১৩ বল করেছেন ভারতের তারকা এই পেসার।
ইনিংসের ৮৬তম ওভারের প্রথম বলে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে খানিকটা দৌঁড়ে সিউই উদযাপন করেন মোহাম্মদ সিরাজ। এরপর চারদিক থেকে সতীর্থরা এসে ঘিরে ধরেন এই পেসারকে। সিরাজকে ঘিরে শুরু হয় পাগলাটে উদযাপন।
লর্ডস টেস্ট
বেন ডাকেটকে আউটের পর উদযাপন করতে গিয়ে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেন মোহাম্মদ সিরাজ। এজন্য তাকে আর্থিক জরিমানার পাশাপাশি তার নামের পাশে যোগ করা হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।